ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন দলটির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আজহারুল ইসলাম মান্নান।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও এলাকা ও বার্মাস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে আজহারুল ইসলাম মান্নান স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং কুশল বিনিময় করেন। এ সময় তিনি আগামী দিনে সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি তিনি সাধারণ মানুষের কাছে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা ও ৩১ দফার তাৎপর্য তুলে ধরেন এবং তাদের হাতে জনসচেতনতামূলক লিফলেট তুলে দেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরাও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং বিএনপির পক্ষে জনমত তৈরির লক্ষে কাজ করেন।
গণসংযোগ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।