শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আপনারা জনগণের দুঃখ-কষ্ট ও সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন: এড. টিপু জাকির খানের দ্রুত সুস্থতা কামনায় সলিমুল্লাহ্ করিম সেলিমের উদ্যোগে দোয়া   ফতুল্লা, কায়েমপুর জামায়াতের সুধী সমাবেশ ও অফিস উদ্বোধন ধানের শীষে ভোট দেয়ার জন্য সাধারণ মানুষ অপেক্ষা করছে: আজহারুল ইসলাম মান্নান ১৮ নং ওয়ার্ডে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ ন্যায়ের রাজনীতি ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে মাসুদুজ্জামান মাসুদ বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ: আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে ব্যাপক প্রচারণা মাসদইর বায়তুন নূর জামে মসজিদের পূণনির্মাণে জাকির খানের পক্ষ থেকে  আর্থিক অনুদান সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ বন্দর উপজেলায় মহানগর বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

ফতুল্লা, কায়েমপুর জামায়াতের সুধী সমাবেশ ও অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৪৫ 🪪
বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যােগে গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধায় ফতুল্লা কায়েমপুর এলাকায় ৭নং ওয়ার্ডের   উদ্যোগে সুধী সমাবেশ ও সাংগঠনিক  কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
 স্থানীয় জনগণের মাঝে ইসলামি মূল্যবোধ ও সমাজ সেবামূলক কার্যক্রম প্রসারের লক্ষ্যেই এই নতুন কার্যালয় স্থাপন করা হয়েছে বলে জানান স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন, এদেশের মানুষ বড় অশান্তিতে আছে, তাদের যে মৌলিক ৫ টি অধিকার আছে, সেই অধিকার থেকে তারা বঞ্চিত।
রাসুলুল্লাহ (সাঃ) এর সময় তিনি পিঠের মধ্যে খাবার টেনে অভুক্তকে খাবার দিয়ে এসেছেন। কোনো মানুষ না খেয়ে দিনাতিপাত করেননি।২৩ বছরে রাসূল (স:) একটা খারাপ সমাজকে ভালো সমাজে রুপান্তর করেছিলেন। তিনি আরও বলেন, আমাদেরকে বিগত আমলে ১০ টাকা করে চাল খাওয়াবে বলেছিল। কিন্তু তারা লুটপাট করে এদেশ থেকে পালিয়েছে। ৫৪ বছর পরেও আমরা সেই দরিদ্রই রয়েছি। এর কারন যাকাত সঠিক ভাবে আদায় হচ্ছে না। ৫৪ বছর পরেও আমরা অধিকার ফিরে পাইনি।আজকে রেলওয়ে স্টেশনে কত গরীব দুঃখী,অসহায় অনাহারে জীবন যাপন করছে।
জামায়াতে ইসলামী এদেশে ক্ষমতায় আসলে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকবে ইনশাআল্লাহ।
 জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে নিবেদিত একটি আদর্শবাদী দল। ৭নং ওয়ার্ডের এই নতুন কার্যালয় শুধুমাত্র একটি অফিস নয়, এটি হবে স্থানীয়দের জন্য একটি মিলনকেন্দ্র। আমরা এই কার্যালয়ের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সেবামূলক কাজ পরিচালনা করতে চাই।” তিনি আরও বলেন, “দেশ ও জাতির ক্রান্তিলগ্নে জামায়াত আদর্শিক ও নৈতিক শক্তির মাধ্যমে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।”
​ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ উত্তর সাংগঠনিক থানার আমীর আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন ওয়ার্ড সভাপতি তরিকুল ইসলাম।
​উদ্বোধন অনুষ্ঠানের পূর্বে আয়োজিত সুধী সমাবেশে স্থানীয় শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজসেবক ও বিভিন্ন পেশাজীবী  অংশগ্রহণ করেন।
সুধীজনেরা তাদের বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং জামায়াতে ইসলামীর সমাজকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।
​কার্যালয় উদ্বোধনের পর দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কায়েমপুর বড় মসজিদের ইমাম ও খতিব আহসান বিন জামাল।
​স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই কার্যালয়ের মাধ্যমে ফতুল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের সাথে দলের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সূরা এবং কর্ম পরিষদের অন্যতম সদস্য মুহাম্মদ জাকির হোসাইন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন উত্তর থানার সহকারী সেক্রেটারি মুহাম্মদ রুহুল আমিন, জামায়াত নেতা এডভোকেট মাসুদুর রহমান, নাদিম, জসিম সহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102