শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আর্তমানবতার সেবায় আবু জাফর আহমেদ বাবুল: বন্দর এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান আপনারা জনগণের দুঃখ-কষ্ট ও সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন: এড. টিপু জাকির খানের দ্রুত সুস্থতা কামনায় সলিমুল্লাহ্ করিম সেলিমের উদ্যোগে দোয়া   ফতুল্লা, কায়েমপুর জামায়াতের সুধী সমাবেশ ও অফিস উদ্বোধন ধানের শীষে ভোট দেয়ার জন্য সাধারণ মানুষ অপেক্ষা করছে: আজহারুল ইসলাম মান্নান ১৮ নং ওয়ার্ডে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ ন্যায়ের রাজনীতি ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে মাসুদুজ্জামান মাসুদ বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ: আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে ব্যাপক প্রচারণা মাসদইর বায়তুন নূর জামে মসজিদের পূণনির্মাণে জাকির খানের পক্ষ থেকে  আর্থিক অনুদান সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

কুতুবপুরকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে – মাওলানা আবদুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৫৪ 🪪
জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ১৫ অক্টোবর, বুধবার নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহরে মানববন্ধনে এক বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার ।  তিনি আরো বলেন,  আমি সিটি কর্পোরেশনেকে বলতে চাই; কুতুবপুরকে নো মেন্স ল্যান্ডের মতো জায়গায় রাখা যাবে না, কুতুবপুরের জনগণকে নারায়ণগঞ্জ শহর থেকে বিচ্ছিন্ন করে রাখা যাবে না, সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে। 
এসময় তিনি আরও বলেন, গত ২৪ এর জুলাই আন্দোলনে আমরা প্রায় ২ হাজার ছাত্র জনতার জীবন এবং অসংখ্য মানুষের অঙ্গ হানির মধ্য দিয়ে আজকের এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি।জুলাই সনদ এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনের দাবিসহ ৫দফা গণ দাবীতে  চাষাঢ়া থেকে মন্ডলপাড়া ব্রিজ পর্যন্ত  আমাদের সাথে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ এই মানববন্ধনে যুক্ত হয়েছেন। বাংলাদেশের প্রায় সকল ইসলামী দল ওও দেশপ্রেমিক দল গুলো নির্বাচনের আগে গণ ভোট দেওয়ার জন্য সরকারকে বলছে।
অন্য একটি দল ধানাই পানাই করে বলছে এই আয়োজনে নাকি অনেক খরচ। আমরা বলছি নির্বাচনের ১৫ দিন পূর্বে গণ ভোটের আয়োজন করলে এক খরচে  নির্বাচনও হয়ে যাবে।
 তিনি আরও বলেন, জুলাই সনদ আগে হওয়া দরকার এজন্য যে, আওয়ামী লীগের মতো কোনো দল জোর জবরদখল করে ভোটের ব্যালট বা ভোট বক্স ডাকাতি করে কিনা এর পরীক্ষা হয়ে যাবে। আর আমরা মনে করি জুলাই সনদ সংবিধান ভূক্ত হলে আর সেই ভিত্তিতে নির্বাচন হলে দেশে আর কোন ফ্যাসিজম সৃষ্টি হবেনা । বাংলাদেশের মানুষ এতো পরিমাণ নিষ্পেষিত হয়েছে, নির্যাতীত হয়েছে, সুন্দর সুন্দর কথা বলে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিনত করেছিল,জনগণের অধিকার নিয়ে যে ছিনিমিনি খেলেছিল, এখন আর সুন্দর সুন্দর কথা কেউ বিশ্বাস করে না।হাসিনার আমলে ১০০℅ উপরে ভোট কাস্ট হয়েছিল,আপনারা কি এটা চান? সুতরাং আমরা পরিস্কার করে বলতে চাই, জুলাই সনদ বাস্তবায়ণ এবং পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102