নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামি এবং এক ডজন মামলার পলাতক সন্ত্রাসী মোঃ তানভীরকে (২৩) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় সদর থানাধীন জিমখানা বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তানভীর ওই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও একজন কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত, যার নামে হত্যা, হত্যাচেষ্টা, মাদক, চুরি ও পুলিশের ওপর হামলার মতো গুরুতর অভিযোগ রয়েছে।
র্যাব জানায়, গত ১৪ মে রাতে নারায়ণগঞ্জ সদর থানাধীন জিমখানা রাসেল পার্ক এলাকায় একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পূর্ব শত্রুতার জেরে ভিকটিমকে সুইচ গিয়ার ও চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৩/৭৯) দায়ের করেন। মামলার এজাহারে মাহিন আহম্মেদ ওরফে ভেলকি মাহিম, নাঈম আহমেদ, প্যাকেজ ফাহিম এবং সাঈমসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করা হয়।
ঘটনার পর থেকেই র্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে। নিবিড় তদন্তে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় এই হত্যাকাণ্ডের সঙ্গে গ্রেফতারকৃত তানভীরের জড়িত থাকার প্রমাণ মেলে। র্যাব আরও জানায়, তানভীর জিমখানা বস্তি এলাকার মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রক। তার নেতৃত্বে এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হতো। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে পুলিশের একটি দল অভিযান চালাতে গেলে তানভীরের নেতৃত্বেই তাদের ওপর মারাত্মক হামলা চালানো হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকস দল শুক্রবার সন্ধ্যায় জিমখানা বস্তি এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ এই সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত তানভীরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।