পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশের সকল মুসলমানকে অগ্রীম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মাহমুদ হোসেন।শুক্রবার ৬ জুন এক শুভেচ্ছা বার্তায় তিনি এই শুভেচ্ছ জানান।
বার্তায় মাহমুদ হোসেন বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হতে শেখায়। এই উৎসবের মূল বার্তা হলো সৃষ্টিকর্তার প্রতি আত্মসমর্পণ এবং তার সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করা। কোরবানির এই ত্যাগের মাধ্যমে আমরা ভেতরের পশুত্বকে বিসর্জন দিয়ে আত্মশুদ্ধি অর্জন করি।”
তিনি আরও বলেন, “আসুন, এই পবিত্র দিনে আমরা সকল ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে ধনী-গরিব নির্বিশেষে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই। একটি সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির সমাজ গঠনে একে অপরের পাশে দাঁড়াই। সবার জীবনে বয়ে আসুক অনাবিল সুখ ও সমৃদ্ধি।”
শুভেচ্ছা বার্তার শেষে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন, ‘গণতন্ত্রের মা’ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। একইসাথে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।