কর্মসূচির শুরুতে ১৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন শেখের নেতৃত্বে বালুর মাঠ রেললাইন এলাকায় খিচুড়ি বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর, ১৪নং ওয়ার্ডে উকিলপাড়া সংলগ্ন রেললাইনে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনের সৌজন্যে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
বেলা ১টায় নারায়ণগঞ্জ কলেজ সংলগ্ন বিটিসিএল ভবনের সামনে টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদের নেতৃত্বে পৃথকভাবে খিচুড়ি বিতরণ করা হয়। পরবর্তীতে, সদর থানা পুকুরপাড় সংলগ্ন এলাকায় ১৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এবং রেলি বাগান পঞ্চায়েত কমিটির সেক্রেটারি ও সাবেক যুবদল নেতা শরীফ মোল্লার সৌজন্যে আরেকটি খিচুড়ি বিতরণ অনুষ্ঠিত হয়।
ডিআইটি মসজিদের সামনে ১৬নং ওয়ার্ড বিএনপি নেতা মোশারফ হোসেন, জাকির, সোহরাব উদ্দিন ও মোঃ কাদিরের সম্মিলিত নেতৃত্বে খিচুড়ি বিতরণের আয়োজন করা হয়। একই ওয়ার্ডে দুপুর ৩টায় শেখ রাসেল পার্কের সামনে মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আর আহমেদ মনিরের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আরেকটি কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন জনি, সাইফুল ইসলাম, আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
১৭নং ওয়ার্ডের জল্লারপাড়ে ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত খিচুড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল সরদার, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান বাবু, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান শিপলু প্রমুখ। ১৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে নেতৃত্ব দেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই। এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ নিজামুদ্দিন, মোঃ শাহজামালসহ স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়াও, গোগনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাঈনুল হাসান লিমনের নেতৃত্বে গোগনগর মন্ডলবাড়ী ব্রীজ সংলগ্ন এলাকায় খিচুড়ি বিতরণ করা হয়, যেখানে সাবেক যুবদল নেতা শিপলু আহম্মেদ জয়, স্বেচ্ছাসেবক দলের নেতা হালিম ব্যাপারী প্রমুখ উপস্থিত ছিলেন।
আলীরটেক ইউনিয়ন বিএনপি ও শ্রমিকদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে আলীরটেক ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম জুলহাস, যুগ্ম সাধারন সম্পাদক শাহীন সরকার, আলীরটেক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ১নং ওয়ার্ড সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ দিদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন রশিদ, সাধারণ সম্পাদক পেয়ার আলীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে এই কর্মসূচি সফল করেন।
এই ধারাবাহিক খিচুড়ি বিতরণ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন এলাকার দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়, যা উপস্থিত সকলের দ্বারা প্রশংসিত হয়েছে।