শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামই একমাত্র বৈষম্যমুক্ত সমাজ গড়তে পারে – মাওলানা মঈনুদ্দিন আহমাদ না’গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এনসিপির উদ্বেগ, কঠোর পদক্ষেপের দাবি কেন্দ্রীয় কার্যালয় থেকে সদস্য ফরম গ্রহণ করেছেন না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.টিপু আড়াইহাজারে বিয়েবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু রূপগঞ্জে ছাত্রলীগ নেতাকে ‘ছাড়াতে গিয়ে’ সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবদল নেতার ভাইয়ের মৃত্যু ছাত্রলীগ নেতাকে বাঁচাতে গুলি: বিতর্কের জেরে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার বাবু শহরের কিল্লারপুলে ঝোপ থেকে মাথায় আঘাতসহ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার জামায়াত নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ডিএনডি এলাকায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পরিষ্কারের দাবি এলাকাবাসীর বন্দরে শীর্ষ মাদক কারবারির বাড়িতে হানা, মাদক-অস্ত্রসহ মেয়ে ও ভাতিজা আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে মাসুদুজ্জামান মাসুদের উদ্যোগে খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৫ 🪪

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিটি কর্পোরেশন, গোগনগর ও আলীরটেক ইউনিয়নে মিলাদ, দোয়া এবং দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী ও মডেল ডি ক্যাপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদের ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দুঃস্থ ও সাধারণ মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়, যেখানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচির শুরুতে ১৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন শেখের নেতৃত্বে বালুর মাঠ রেললাইন এলাকায় খিচুড়ি বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর, ১৪নং ওয়ার্ডে উকিলপাড়া সংলগ্ন রেললাইনে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেনের সৌজন্যে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

বেলা ১টায় নারায়ণগঞ্জ কলেজ সংলগ্ন বিটিসিএল ভবনের সামনে টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদের নেতৃত্বে পৃথকভাবে খিচুড়ি বিতরণ করা হয়। পরবর্তীতে, সদর থানা পুকুরপাড় সংলগ্ন এলাকায় ১৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এবং রেলি বাগান পঞ্চায়েত কমিটির সেক্রেটারি ও সাবেক যুবদল নেতা শরীফ মোল্লার সৌজন্যে আরেকটি খিচুড়ি বিতরণ অনুষ্ঠিত হয়।

ডিআইটি মসজিদের সামনে ১৬নং ওয়ার্ড বিএনপি নেতা মোশারফ হোসেন, জাকির, সোহরাব উদ্দিন ও মোঃ কাদিরের সম্মিলিত নেতৃত্বে খিচুড়ি বিতরণের আয়োজন করা হয়। একই ওয়ার্ডে দুপুর ৩টায় শেখ রাসেল পার্কের সামনে মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আর আহমেদ মনিরের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আরেকটি কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন জনি, সাইফুল ইসলাম, আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

১৭নং ওয়ার্ডের জল্লারপাড়ে ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত খিচুড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল সরদার, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান বাবু, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান শিপলু প্রমুখ। ১৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে নেতৃত্ব দেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই। এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ নিজামুদ্দিন, মোঃ শাহজামালসহ স্থানীয় নেতাকর্মীরা।

এছাড়াও, গোগনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাঈনুল হাসান লিমনের নেতৃত্বে গোগনগর মন্ডলবাড়ী ব্রীজ সংলগ্ন এলাকায় খিচুড়ি বিতরণ করা হয়, যেখানে সাবেক যুবদল নেতা শিপলু আহম্মেদ জয়, স্বেচ্ছাসেবক দলের নেতা হালিম ব্যাপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

আলীরটেক ইউনিয়ন বিএনপি ও শ্রমিকদলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে আলীরটেক ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম জুলহাস, যুগ্ম সাধারন সম্পাদক শাহীন সরকার, আলীরটেক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ১নং ওয়ার্ড সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ দিদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন রশিদ, সাধারণ সম্পাদক পেয়ার আলীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে এই কর্মসূচি সফল করেন।

এই ধারাবাহিক খিচুড়ি বিতরণ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন এলাকার দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়, যা উপস্থিত সকলের দ্বারা প্রশংসিত হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102