নারায়ণগঞ্জে কৃষক মোঃ ইসমাইলের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সোহেলকে আটক করা হয়েছে। শনিবার (২৫ মে) রাতে মুন্সিগঞ্জ পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং রবিবার (২৬ মে) সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে।
ভুক্তভোগী কৃষক মোঃ ইসমাইল জানান, তিনি চলতি বছরের ৮ জুলাই নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোহেলের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন। এর মধ্যে একটি মামলায় (মামলা নং ১২৮/২৪) সোহেলকে একমাত্র আসামি করা হয়েছে, যা বর্তমানে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। অপর একটি সিআর মামলায় (মামলা নং ১২৭/২৪, স্মারক নং ৩৮৩৯ ডিসি সদর, নারায়ণগঞ্জ) চারজনকে আসামি করা হয়েছে।
আটক সোহেল দাবি করেছেন, তাকে কী মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তিনি অবগত নন। তাকে ফতুল্লা থানা এলাকায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেলের বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এর আগেও অস্ত্র ও মাদকসহ র্যাব এবং ডিবি পুলিশ তাকে একাধিকবার আটক করেছিল। সোহেল একসময় ছাত্রলীগের কর্মী ছিলেন এবং শামীম ওসমানের বলয়ে থেকে নিজ এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শামীম ওসমানের পক্ষে সোহেলকে প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি করতেও দেখা গিয়েছিল।
এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।