নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার (২১ মে) দিনভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নিরব ওরফে রুবেল, জিসান, দেলোয়ার এবং মো. পাপ্পু।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, “ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। এর ভিত্তিতে মঙ্গলবার রাতে একজনকে এবং আজ (বুধবার) আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট চারজনকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি।”
উল্লেখ্য, গত ১২ মে শহরে অটোরিকশা চলাচলে অবাধ প্রবেশের দাবিতে একদল অটোরিকশা চালক আন্দোলন শুরু করে। আন্দোলনের এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে অতর্কিত হামলা চালায়। এই হামলায় সিটি করপোরেশনের কর্মকর্তা এবং যানজট নিরসনে নিয়োজিত স্বেচ্ছাসেবকসহ অন্তত বিশজন গুরুতর আহত হন।
পুলিশ জানিয়েছে, এই ন্যক্কারজনক ঘটনায় আরও যারা জড়িত রয়েছে, তাদের শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হবে। এ লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।