শুক্রবার, ২০ জুন ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসনের অভিযান সিদ্দিকুর রহমান উজ্জ্বলের মায়ের মৃত্যুতে না’গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবের শোক নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ নদী ভাঙ্গনের কবলে শান্তিনগর কবরস্থান নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত বন্দরে এমপি পুত্র আশার উদ্যোগে ৩১ দফা প্রচার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন ফতুল্লায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা: বাবা-মা গ্রেফতার তাতীঁদলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বলের মাতৃবিয়োগে সাবেক এমপি গিয়াসউদ্দিনের শোক সোনারগাঁয়ে রতন হত্যা: ক্লুলেস মামলার আরও এক আসামি র‍্যাবের হাতে আটক জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি ঘোষনা

চরসৈয়দপুরে অয়ন ওসমানের ক্যাডার বাহিনী কাসেমের হোন্ডা মহড়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩৩ 🪪

নারায়ণগঞ্জের চরসৈয়দপুর গোগনগর ইউনিয়নে সাবেক কৃষকলীগ নেতা জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি, অয়ন ওসমানের ঘনিষ্ঠ ক্যাডার কাশেম সম্রাট ও তার সহযোগী রানা ও সোহেলের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা।

মঙ্গলবার (১৩ মে) লাইলী পাগলীর মাজারের সামনে ওয়েস্টেজ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তাদের এই প্রদর্শনী স্থানীয়দের ক্ষোভের জন্ম দেয়। শেষ পর্যন্ত এলাকাবাসী তাদের প্রতিহত করে মোটরসাইকেল ও অন্যান্য মালামাল জব্দ করে পুলিশের হাতে তুলে দেন।

গোগনগর-চরসৈয়দপুর এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসের অভিযোগ রয়েছে কাশেম সম্রাট ও তার সহযোগী বাবু, ফয়সাল, সোহেল, মহসিন, সানি, সাইফুলের বিরুদ্ধে। নদীপথে ডাকাতি, মাদক পাচার, চাঁদাবাজি থেকে হত্যা—নানা অপরাধে জড়িত তাদের নাম। সরকার পরিবর্তনের পরও তাদের দৌরাত্ম্য অব্যাহত থাকায় এলাকাবাসীরা হতাশা প্রকাশ করে বলছেন, “ক্ষমতার বদল হয়েছে, কিন্তু সন্ত্রাসীরা রয়ে গেছে। কতদিন আর এই অত্যাচার সহ্য করতে হবে?”

নারায়ণগঞ্জ মহানগর জিয়া পরিষদের সদস্য সচিব মোঃ রূপম জানান, গত ১৬-১৭ বছর ধরে এই গোষ্ঠী এলাকার ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করে আসছে। এবারও তারা ক্ষমতার প্রদর্শন করতে গিয়ে ব্যর্থ হয়। তাদের শোডাউনের সময় স্থানীয় যুবক ও সাধারণ মানুষ একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলেন এবং মোটরসাইকেল জব্দ করে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এলাকাবাসীর দাবি, কেবল মামলা নয়, এই সন্ত্রাসীদের স্থায়ীভাবে দমন করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, সন্ত্রাসীদের প্রতিরোধে জনসচেতনতা ও স্থানীয় সহযোগিতা জরুরি, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ভূমিকাই পারে এই অরাজকতা থামাতে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102