নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে গুরুতর আহত ‘দৈনিক উজ্জীবিত বাংলাদেশ’-এর বার্তা সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়কে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
রবিবার (৪ মে) রাতে নগরীর খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন দলটির আহ্বায়ক জাকির হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম হারুন। এ সময় তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শাস্তি দাবি করেন। স্বেচ্ছাসেবক দলের নেতারা আহত সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এই ঘটনায় কঠোর বিচার দাবি করেন। তারা বলেন, “সাংবাদিকতা পেশাকে নিরাপদ রাখতে এবং সত্যিকারের গণতান্ত্রিক সমাজ গঠনে এমন হামলার বিরুদ্ধে রাষ্ট্রীয় ও সামাজিক সচেতনতা জরুরি।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা মাসদাইর এলাকায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ‘প্রতিরোধ স্তম্ভ’-এর দখল ও অবৈধ ব্যবসা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে মিলন বিশ্বাস হৃদয় ও তার সহকর্মী ফটো সাংবাদিক হাবিব খন্দকারের ওপর হামলা চালায় একদল দুষ্কৃতকারী। এতে মিলন বিশ্বাস হৃদয় গুরুতর আহত হন।