“শ্রমিক শ্রমিকে বিরোধ নয়”বন্ধুত্ব সৃষ্টি করো। অধিকার আদায়ে ঐক্য গড়, ১০ দফা আদায় কর’ এই শ্লোগান কে সামনে রেখে ১লা মে শ্রমিক দিবসে সমাবেশ ও র্যালী করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১লা মে) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর প্রেসক্লাবের সামনে ঐ দুটি শ্রমিক সংগঠনের আয়োজনে এ কর্মসূচী পালন করে।
এসময় সমাবেশে ও র্যালীতে নারায়নগঞ্জ জেলার সভাপতি এড, মোঃ সুমন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন বেপারী”র সঞ্চলনায়প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াছিন আহমেদ রুবেল,,বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতা আবু হাসান টিপু। এছাড়াও আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু জাফর, ফতুল্লা থানা কমিটির সভাপতি মোঃ দিদার দেওয়ান সহ প্রমূখ। সমাবেশ শেষে একটি র্যালী নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।