নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সদর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন সাদিকের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে বক্তারা পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধের দাবি জানান।
আব্দুল্লাহ আল মামুন সাদিক বলেন, আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার না করা হলে পারভেজ হত্যার মতো ঘটনা চলতেই থাকবে। আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই, যেখানে ছাত্রলীগের নামে সন্ত্রাসী কার্যকলাপের পুনর্বাসন মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, ছাত্রদলের কর্মীদের ওপর নির্যাতন ও হামলা বন্ধ করতে হবে। সরকার ও প্রশাসনকে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।”
মানববন্ধনে সদর থানা ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা হত্যার বিচার ও রাজনৈতিক সহিংসতা বন্ধের জোর দাবি জানান।