বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিযোগে মাকসুদ চেয়ারম্যানের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীর মামলা দেশীয় অস্ত্রসহ ডাকাতি মামলার ৩ আসামি গ্রেপ্তার নারায়ণগঞ্জে ট্রাফিক পুলিশের কাছে ২কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক লোক ভাড়া করে প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন করলো স্বার্থান্বেষী মহল বন্দর ইউএনও’র বাসভবনের আনসার সদস্যের ‘আত্মহত্যা’ অস্বাস্থ্যকর, ও ফুডগ্রেড বিহীন ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে না’গঞ্জে ক্যাবের মানববন্ধন সুবিধাবঞ্চিত মানুষের পাশে ‘VHALO’র শাখা উদ্বোধন বিসিকে অবন্তী গার্মেন্টসের শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হাসিনা অটিজমে কাজিম উদ্দিন প্রধানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল চৈতন্য শিল্পী গোষ্ঠীর ঈদ পুর্নমিলনী ও আলোচনা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৭ 🪪

নিজস্ব প্রতিবেদক :নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারী ) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে নারায়ণগঞ্জ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যানার-ফেস্টুনসহ বাদ্য বাজিয়ে মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসতে শুরু করেন পদপ্রত্যাশীরা।নেতাদের সমর্থনে ব্যানার-ফেস্টুন, বিলবোর্ডে সম্মেলনস্থল, শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন মোড় ছেয়ে যায়

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ মহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতী উর্মী ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি শ্রী সব্রত পুরকায়স্থ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য টিপু সুলতান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন আহমেদ, সদর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজির ফকির, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক এ বি এম আজহারুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ছগীর আহম্মেদ, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ দুলাল, সহ-সভাপতি ইদি আমিন ইবরাহীম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ও নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি জামির হোসেন রনি, সাবেক সদস্য কায়কোবাদ রুবেল, সাবেক সদস্য মো. আল আমিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা তাহের উদ্দিন সানিসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্মেলনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে প্রার্থী ছিলেন ১জন ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন ২ জন। তারা হলেন সভাপতি পদপ্রার্থী শফিউল বাসার বাবু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী রফিকুল ইসলাম প্রধান ও রানা আহমেদ রবি। সাধারণ সম্পাদক পদে প্রার্থী দুইজন হওয়ায় কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিনদিন পর সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সম্পাদক এর নাম ঘোষণা করা হবে বলে জানান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি শ্রী সুব্রত পুরকায়স্থ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102