জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুলের নির্দেশে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সৌন্দর্যবর্ধনে আরও শতাধিক ফুলের গাছ রোপণ করেছেন। তার নিজস্ব কর্মীরা হাসপাতালের ফ্লোর ও রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজও চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে আবু জাফর আহমেদ বাবুল হাসপাতালের সুপার ও অন্যান্য ডাক্তারদের সাথে হাসপাতালের উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন শিশু কনসালটেন্ট ডা. আমির উল মুলক, মেডিকেল অফিসার ডা. পঙ্কজ কুমার নাহা, এনএসথেসিয়া কনসালটেন্ট ডা. কাছেদুর রহমান প্রমুখ।
এ প্রসঙ্গে প্রাইম ওয়াশিং প্লান্ট লিমিটেডের পরিচালক জহির আহমেদ সোহেল জানান, নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে এবং ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অসহায় রোগীদের কথা বিবেচনা করে তার বড় ভাই আবু জাফর আহমেদ বাবুল ১০ দিন আগে খানপুর হাসপাতালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া শনাক্তকরণ কিট বিতরণ করেছিলেন। তিনি আরও বলেন, খানপুর হাসপাতালের সৌন্দর্যবর্ধনে এর আগেও তারা আকর্ষণীয় ফুলের গাছ লাগিয়েছিলেন এবং আজ শতাধিক ফুলের গাছ রোপণ করা হয়েছে। অপরিচ্ছন্ন রাস্তা ও ড্রেনও তাদের কর্মীরা পরিষ্কার করছেন। এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি অঙ্গীকার করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সজীব, নাফিজ, শ্রাবণ, শুভ, নিলয়, রকি সহ আরও অনেকে অংশগ্রহণ করেন।