আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান নেতাকর্মীদের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন, তাকে ঐক্যবদ্ধভাবে জয়যুক্ত করার জন্য কাজ করবে মহানগর বিএনপি। এড. সাখাওয়াত হোসেন খান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে আমরা ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করব ইনশাল্লাহ।”
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে শহরের নন্দীপাড়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৪নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা নেতাকর্মীদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করবেন না। আপনারা সবাই ঐক্যবদ্ধ আমাদের দলের জন্য কাজ করবো, কোনো ব্যক্তির পক্ষে নয়। দলকে বিভক্ত করতে দেখলে অনেকে খুশি হয়, অনেকে আবার বিভক্ত করতে চায়। আমরা সেদিকে পা দেব না, কারণ আমাদের শত্রুরা আমাদেরকে বিভক্ত দেখতে চায়। শত্রুতার মাধ্যমে তারা তাদের স্বার্থ হাসিল করতে চায়। সুতরাং আমরা সেই বিষয়গুলো খেয়াল রাখবো। ঐক্যবদ্ধ বিএনপিই মূল শক্তি, সেই শক্তির মাধ্যমে আগামী দিনে নির্বাচনে আমরা ধানের শীষের বিজয় অর্জন করব ইনশাল্লাহ।”
এড. সাখাওয়াত হোসেন খান তার বক্তব্যে বিএনপির ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “৩১ দফা হলো বিএনপির একটি অঙ্গীকার। ধানের শীষ মার্কায় কেন জনগণ ভোট দেবে, সেটা জনগণের সামনে ৩১ দফার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এই ৩১ দফা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, নারী, শিশু অধিকার— বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র নির্ধারণ করবে সেই বক্তব্যগুলোই বিএনপি জনগণের সামনে তুলে ধরেছে। এটাই হলো জনগণের প্রতি বিএনপির একটি অঙ্গীকার ও মোছ লেখা।”
তিনি আরও বলেন, “আমরা এই অঙ্গীকারের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করতে চাই, আগামী নির্বাচনে যদি আপনারা বিএনপিকে ধানের শীষে ভোট দেন আর আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা ৩১ দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।”
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন খান বলেন, “আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন জনগণই সকল ক্ষমতার উৎস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি তার সেই বক্তব্যকে ধারণ করে এবং বাহন করে। জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী আমাদের নেতা তারেক রহমান ১৯ দফার আদলেই ৩১ দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি হাতে নিয়েছেন।”
তিনি জানান, এই ৩১ দফা নতুন নয়, ২০২৩ সালের ১৩ জুলাই দেশি-বিদেশি কূটনীতি, রাজনৈতিক সাংবাদিক ও পেশাজীবীদের সামনে তারেক রহমান আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশের জন্য কী করবেন, তা তুলে ধরেছিলেন। এড. সাখাওয়াত হোসেন খান পরিশেষে বলেন, “সুতরাং আমরা জনগণকে ভালোবাসবো, আমরা জনগণের সাথে থাকবো। জনগণের বিপদ-আপদে আমরা তাদের পাশে থাকবো, তারা আমাদের সাথে থাকবে।”
মহানগর ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মাদ রেজা রিপন, সদস্য ডা. মজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহার ইসলাম জোসেফ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিত মোস্তাকিম শিপলু, ১৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, সহ-সাংগঠনিক রিপন হাসান, কোষাধ্যক্ষ জোবায়ের আহমেদ, সদস্য তরিকুল ইসলাম হামীম, মোদ্দাসের হোসেন তানজিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।