শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় পুলিশের ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে: পুলিশ সুপার  তৃণমূলই দলের প্রাণ, তৃণমূল না থাকলে আমরাও থাকবো না-মামুন মাহমুদ  যে অভিযোগে যুবদল নেতা বহিষ্কার, সেই অভিযোগ আদালতে মিথ্যা প্রমানিত ! পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কাশীপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান না’গঞ্জে ডিসির স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে ‘তারুণ্যের রক্তদান কর্মসূচি’ উদ্বোধন একমাত্র ইসলামী শাসন ব্যবস্থাই মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারে: মাওলানা আবু সাঈদ  সোনারগাঁয়ে প্রবাসীকে অস্ত্র দেখিয়ে হুমকি, ভাইরাল ভিডিওর পর বিএনপি নেতা গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিহতের ঘোষণা এড.টিপু’র মর্গ্যান স্কুলে অস্থিরতা: ছয় শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  

একমাত্র ইসলামী শাসন ব্যবস্থাই মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারে: মাওলানা আবু সাঈদ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪ 🪪

বাংলাদেশ খেলাফত মজলিস, নারায়ণগঞ্জ সদর থানা শাখার উদ্যোগে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে এক মাসব্যাপী দাওয়াতী মাস ও সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযান চলবে। “ধর্ম বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস সারা দেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে।

অভিযানের অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, নারায়ণগঞ্জ মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন রাকিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর থানা শাখার সভাপতি হাজী মেজবাহ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা আবু সাঈদ বলেন, একমাত্র ইসলামী শাসন ব্যবস্থাই মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারে। তিনি আরও বলেন, খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা হবে এবং সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে।

বিশেষ অতিথি মোঃ আল-আমিন রাকিব বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস একটি জনকল্যাণমূলক ও আদর্শভিত্তিক সংগঠন। এই সংগঠন সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তিনি সকলের প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়ে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানান।

সভাপতি হাজী মেজবাহ উদ্দিন বলেন, আল্লামা মামুনুল হকের সালাম ও শুভেচ্ছা নিয়ে আমরা এই দাওয়াতী মাস শুরু করছি। তিনি আশা প্রকাশ করেন যে, এই অভিযানের মাধ্যমে নারায়ণগঞ্জ সদর থানায় বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য সংখ্যা বৃদ্ধি পাবে এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।

অনুষ্ঠান শেষে মাওলানা আবু সাঈদ সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে সকলের সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102