রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হাসান মাহমুদ পলাশ বলেন, ‘আমরা যারা রাজনীতির আঙিনায় বেড়ে উঠেছি, আমাদের এই বেড়ে ওঠার মূল প্রেরণা হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জীবনের হাজারো ঘাত-প্রতিঘাত, শোক ও চরম সংকটের মুহূর্ত তিনি এই দেশের মাটি ও মানুষকে ছেড়ে যাননি। তিনি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একজন পরীক্ষিত নেত্রী।’
তিনি আরও বলেন, ‘আজও বাংলাদেশের গণতন্ত্র এবং মানুষের মুক্তির প্রতীক হিসেবে আল্লাহ বেগম জিয়াকে বাঁচিয়ে রেখেছেন। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশ ও জাতির কল্যাণে আরও কাজ করে যেতে পারেন।’
উল্লেখ্য, ফুসফুসে সংক্রমণ (চেস্ট ইনফেকশন) জনিত কারণে গত রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। এর আগে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন অবস্থান শেষে গত ৬ মে দেশে ফিরে আসেন।