আগামীকাল ২৩ জুন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিবসকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রতিহত করার কঠোর ঘোষণা দিয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর একটি ফেসবুক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই পোস্টে তিনি তার দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
রবিবার সন্ধ্যায় দেওয়া পোস্টে টিপু লিখেছেন, “আগামীকাল ২৩জুন-২৫ইং ফ্যাসিস্ট আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাঃগঞ্জ মহানগরের আওতাধীন বিভিন্ন থানায়, উপজেলায়, ওয়ার্ডে ও এলাকায় ঝটিকা মিছিল করতে পারে ও পরিবেশ উত্তপ্ত করতে পারে, তাই নাঃগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা ফজর থেকে এশার নামাজ পর্যন্ত প্রস্তুত থাকবেন, যাতে ফ্যাসিস্ট নিষিদ্ধ আ’লীগ, ছাত্রলীগ ও যুবলীগ যেন কোন ধরনের মিছিল না করতে পারে। সবাই এখন থেকে প্রস্তুত থাকেন।”
এই পোস্টটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠেছেন বলে জানা গেছে। অনেকই কমেন্ট করে প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে, আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের তাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য প্রস্তুতির খবর এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং দলটির সভানেত্রী দেশত্যাগ করেন। বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতীম সংগঠন বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য ও ভিন্নমতের মানুষের ওপর হামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকায় সরকার গত ১২ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।