নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন ট্রাস্টের উদ্যোগে এবং লায়ন্স ও লিও ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ও চিকিৎসা শিবির। সোমবার (বার উল্লেখ করতে পারেন) বিদ্যানিকেতন হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৪০০ জন দুস্থ ও অসহায় মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে জটিল চক্ষু অপারেশনের জন্য ৫৫ জন রোগীকে বাছাই করা হয়েছে।
বিদ্যানিকেতন ট্রাস্টের অর্থায়নে এবং লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ সিটি ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সার্বিক সহযোগিতায় এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। সকাল থেকে শুরু হওয়া এই ক্যাম্পে বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং আশপাশের এলাকার দরিদ্র ও অসহায় রোগীরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস নির্ণয়সহ বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা-৩১৫ এ২-এর জেলা গভর্নর লায়ন শংকর রায় মনা। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস জেলা গভর্নর লায়ন ইমরান ফারুক মঈন রানা, কেবিনেট সেক্রেটারি সঞ্জয় কুমার সাহা, রিজিওন চেয়ারপারসন লায়ন দেবদাস সাহা এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম। এছাড়াও ট্রাস্ট সদস্য এডভোকেট নবী হোসেন, মোয়াজ্জেম হোসেন সোহেল, হোসেন ব্যাপারী ও বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহাসহ লায়ন্স ও লিও ক্লাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পে লায়ন ডা. শহীদুল আলম রাসেলের নেতৃত্বে নারায়ণগঞ্জ লায়ন্স আই হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক দল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। দিনব্যাপী এই কার্যক্রমে বাছাইকৃত ৫৫ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স সংযোজনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
স্থানীয়রা এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা জানান, বর্তমানে চোখের চিকিৎসা ও অপারেশন সাধারণ মানুষের জন্য বেশ ব্যয়বহুল। বিদ্যানিকেতন ট্রাস্টের এই উদ্যোগের ফলে দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চোখের আলো ফিরে পাওয়ার সুযোগ পেল, যা সমাজের জন্য একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ।