নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে দেশবাসী তথা নারায়ণগঞ্জবাসীকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী প্রজন্ম দলের সদস্য সচিব আক্তার হোসেন অপু।
আজ এক শুভেচ্ছা বার্তায় আক্তার হোসেন অপু বলেন, “১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল ও অহংকারের দিন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র।”
বিএনপির আদর্শ ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি তাঁর বার্তায় আরও বলেন, “যে গণতন্ত্র, সাম্য ও ন্যায়বিচারের স্বপ্ন নিয়ে ১৯৭১ সালে জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আজ সেই গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের রাজপথে সোচ্চার থাকতে হবে।”
জননেতা জাকির খানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “জাকির খান মাটি ও মানুষের নেতা এবং দলের দুর্দিনের কান্ডারি। তাঁর পক্ষ থেকে আমি মহান বিজয় দিবসে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আসুন, মহান বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে একটি গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে শপথ গ্রহণ করি।”