তিনি ২৮ নভেম্বর শুক্রবার সকালে নারায়ণগঞ্জ মহানগরী শিহরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যের এসকল কথা বলেন। এসময় তিনি আরো বলেন দেশের মানুষ আর কোন ফ্যাসিবাদ দেখতে চায়না। নির্বাচনের মাধ্যমে তা প্রমান হবে ইনশাআল্লাহ।
শিহরণ সাহিত্য সংস্কৃতি সংশোধন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে,আন নুর মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়েত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য এবং বিশিষ্ট সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। মাওলানা আব্দুল জব্বার বলেন রাসূল সা: এর আদর্শের বাহিরে থাকার কারণে আজকে দেশে ও দুনিয়ায় অশান্তি বিরাজমান । দেশে ও দুনিয়ায় শান্তি ফেরাতে রাসূল সা: জীবনী অনুসরণ করতে হবে । আর রাসুলের আদর্শ মানতে হলে আর কোরআনকে আঁকড়ে ধরতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় কমিটির অফিস সম্পাদক এবং বিশিষ্ট নাট্য অভিনেতা মোঃ মনিরুল ইসলাম। তিনি বলেন রাসূল সা: শালীন গান খেলাধুলা প্রতিযোগিতা পছন্দ করতেন এবং অন্যদেরকে উৎসাহিত করেছেন। কিন্তু যে গান ও খেলাধুলায় অশ্লীলতা ও অনৈতিকতা রয়েছে তা অবশ্যই পরিত্যাগ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ মানোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাইফুদ্দিন মনির, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট শাহাদাত আলী ইমন প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।