বন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল বন্দর থানা শাখার কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ৩১ অক্টোবর সন্ধ্যায় বন্দর থানাধীন মদনগঞ্জ পায়রা চত্ত্বর এলাকায় দোয়া ও ফিতা কেটে এ কার্যালয়ের অনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মো: সলিমুল্লাহ করিম সেলিম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহমেদ, রায়হান উদ্দিন জিল্লু, সংগঠনটির নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মো: সারওয়ার করিম, মহানগরের সাধারণ সম্পাদক আক্তার হোসেন অপু, জেলার যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মামুন, ১৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমেদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বন্দর থানা জাতীয়তাবাদী প্রজন্মদলের সদস্য সচিব রফিকুল হাসান, যুগ্ম আহ্বায়ক মামুন ইসলাম,বন্দর থানা প্রজম্মদলের আহ্বায়ক মিলন, যুগ্ন আহ্বায়ক মো:মামুন,মো: রবিন, বন্দর থানা যুবদল নেতা ইমরান হাসান,থানা প্রজন্মদলের সদস্য মো: শাহীন, সোলেমান সরকার,মো: শিপু, মো: শান্ত, মো: জাহিদ প্রমূখ।
উদ্বোধনকালে তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।