আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল মঙ্গলবার (২১ অক্টোবর) বন্দরে ব্যাপক গণসংযোগ করেছেন। এই গণসংযোগ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন, যা নির্বাচনী হাওয়াকে আরও চাঙ্গা করেছে।
বাদ আসর বন্দর থানার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা কেল্লা জামে মসজিদে নামাজ আদায়ের পর আবু জাফর আহমেদ বাবুল তার গণসংযোগ শুরু করেন। এরপর পদযাত্রাটি বন্দর থানার ২০নং ও ১৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে মদনগঞ্জ বটতলায় গিয়ে শেষ হয়। গণসংযোগ চলাকালীন সময়ে বাবুল বিভিন্ন স্তরের মানুষের সাথে মতবিনিময় করেন এবং তাদের অভাব-অভিযোগ শোনেন।
গণসংযোগ চলাকালে বিএনপি মনোনয়নপ্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল সাংবাদিকদের বলেন, “বিএনপি কেন্দ্রীয় কমিটির নীতিনির্ধারকরা নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকে যাকে মনোনয়ন দেবেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব। ইনশাআল্লাহ, আমরা বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।” তার এই বক্তব্যে দলীয় ঐক্যের উপর বিশেষ জোর দেওয়া হয়।
গণসংযোগ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা হাবিবুর রহমান দুলাল। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন, তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাশেদ টিটু।
এছাড়াও, ২৩নং ওয়ার্ড বিএনপি নেতা স্বজন, র্নিঝন, পলক ও পাভেল; ২১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোরসালিন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাহিদুল হক মামুন, ২০নং ওয়ার্ড বিএনপি নেতা জাব্বার পাঠান, ওয়ালিদ মুন্সি, এসাক ও শাহীন, যুবদল নেতা নাদিম মাহমুদ ও শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড বিএনপি নেতা আকবর হোসেন, আক্তার হোসেন, আলম ও মন্টি, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা হাজী জাকির হোসেন, সাঈদ ও ফারুকুল ইসলাম সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
এই গণসংযোগ কর্মসূচিকে আসন্ন নির্বাচনের পূর্বে দলীয় জনসমর্থন যাচাই এবং নেতাকর্মীদের চাঙ্গা করার একটি সফল প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।