রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত শুধু স্বাস্থ্যসেবা নয়,ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে – মইনুদ্দিন আহমাদ ত্বকী হত্যার ১৫৩ মাস: বিচারহীনতার প্রতিবাদে সোমবার আলোক প্রজ্বলন কর্মসূচি অসুস্থ আনিসুল ইসলাম সানির পাশে হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহ আলমের উদ্যোগে দোয়া মাহফিলে বক্তাবলী বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ আড়াইহাজারে আমরা নারায়ণগঞ্জ এর সন্তান সংগঠন এর আয়োজনে ‘ নদী বাঁচাও পরিবেশ বাঁচাও বাঁচাও নারায়ণগঞ্জ’ শীর্ষক সেমিনার মানুষ মনে করে আল্লাহর বিধান দিয়েই আগামীর সংসদ পরিচালিত হবে:  মাওলানা আবদুল জব্বার হাজী ব্রাদার সেন্টারে ‘পল বেকার্সের ২য় শাখা শুভ উদ্বোধন বাংলাদেশ মানবাধিকার কমিশন- নারায়ণগঞ্জ জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত সৈয়দপুরে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় গোগনগর ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে যুবদল নেতা রনির  গণদোয়া ও খাবার বিতরণ

তৃণমূলই দলের প্রাণ, তৃণমূল না থাকলে আমরাও থাকবো না-মামুন মাহমুদ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ 🪪
নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে “বর্তমান প্রেক্ষাপটে তৃণমূলের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মেঘনা আজহারুল ইসলাম মান্নানের বাস ভবনে এ সভা আয়োজন করা হয়।
সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “তৃণমূলই দলের প্রাণ। তৃণমূল না থাকলে আমরাও থাকব না। আওয়ামী লীগ পালিয়ে গেলেও কিছু কিছু দুষ্ট লোক সমাজে রয়েছে। আমি বিশ্বাস করি যে নেতা-কর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে দ্বিতীয় স্বাধীনতা এনেছে, তারা কখনো বিএনপির ক্ষতি করতে পারে না। কারো সঙ্গে হিংসা করবেন না। সাংবাদিকদের ভুল তথ্য দেবেন না। কোনো অন্যায় কারিকেও প্রশ্রয় দেওয়া হবে না। আপনি কি বিনিময় পাওয়ার জন্য রাজনৈতিক করেছেন? তৃণমূলের সাথে ভাব দেখাবেন না। তাদেরকে ভালোবাসা দিন, আদর করুন। সামনে আমাদের অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করতে হবে। সামনে ক্লিন অপারেশন শুরু হবে। সতর্ক থাকবেন। নির্বাচন আসলে নতুন প্রার্থী আসতেই পারে। ঝগড়া করবেন না। এক টেবিলে বসার চেষ্টা করুন। তাদেরকে বোঝাতে চেষ্টা করুন। সবাই দলের কর্মী হিসাবে কাজ করবেন। সবাইকে নিয়ে এক টেবিলে বসুন, তাদেরকে বলেন আসুন সবাই মিলে ‘ধানের শীষ’-এর জন্য কাজ করি।”
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন, নজরুল ইসলাম টিটু,উপজেলা বিএনপির সহ সভাপতি  রফিকুল ইসলাম বিডিআর, আলী আজগর চেয়ারম্যান, কাঁচপুর বিএনপির সভাপতি সেলিম হক রুমি, রিয়াজ উদ্দিন পৌরসভা বিএনপি সভাপতি শাহজাহান ও সাধারণ সম্পাদক মোতালেব, হারুন অর রশিদ মিঠু, সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, শম্ভপুরা ইউনিয়ন  বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সনমান্দি ইউনিয়নের সভাপতি শফিউদ্দিন মজনু, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম সরকার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দীনা, নুরুন নাহার, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের তুষার, সোনারগাঁও উপজেলা ওলমাদলের সভাপতি ওমর ফারুক, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, পৌরসভা যুবদল নেতা আবুসালে মুছা, আল আমিন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কায়সার আহমেদ, মোগড়াপারা ইউনিয়ন যুবদল সেক্রেটারী আরিফুল ইসলাম, কৃষক দলের সভাপতি ফজলু মেম্বারসোনারগাঁও উপজেলা ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার সভাপতি, সাধারন সম্পাদক ও উপজেলার সকল ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদক সহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102