রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সনমান্দীতে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ‘জনতা আগে, নেতা পরে’: নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে আধুনিক রোডম্যাপ ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মাদ্রাসার ছাত্রদের নিয়ে মোহাম্মদ আলীর কোরআন খতম ও দোয়া নারায়ণগঞ্জ-৫ আসনে আমি আছি থাকবো ইনশাআল্লাহ; কোন গুজবে কান দিবেন না -মুফতি মাসুম বিল্লাহ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত নির্বাচনী পরিচালনা কমিটির সাথে যুব ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জামায়াত শুধু স্বাস্থ্যসেবা নয়,ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করে – মইনুদ্দিন আহমাদ ত্বকী হত্যার ১৫৩ মাস: বিচারহীনতার প্রতিবাদে সোমবার আলোক প্রজ্বলন কর্মসূচি অসুস্থ আনিসুল ইসলাম সানির পাশে হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শাহ আলমের উদ্যোগে দোয়া মাহফিলে বক্তাবলী বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণ

সিদ্ধিরগঞ্জ নারী ও শিশু হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মহিলা পরিষদের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৯১ 🪪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুকে হত্যা করে বস্তায় ভরে পুকুরে ফেলার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবী জানাচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ। 
ইলেকট্রনিক্স মিডিয়া ও পত্রিকার মাধ্যমে জানা যায় যে, সিদ্ধিরগঞ্জে একই পরিবারে দুই নারী ও এক শিশুর খণ্ডিত বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন, মিজমিজি পশ্চিমপাড়া এলাকার সামাদ মিয়ার দুই মেয়ে স্বপ্না আক্তার (৩৫),  লামিয়া আক্তার (২২) ও লামিয়ার ছেলে হাবিব (৩)। এ ঘটনায় লামিয়ার স্বামী ইয়াছিনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, গত চারদিন ধরে তারা নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে বাড়ির পাশে পুকুর থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। লামিয়ার স্বামী একজন বখাটে, মাদকাসক্ত। তবে একজনের পক্ষে এই হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয়। মহিলা পরিষদ বিষয়টির খোঁজ-খবর নিয়েছেন। পুলিশ সুপার ও সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছেন। পুলিশ সুপার দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ওসি জানিয়েছেন- ইয়াছিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি রীনা আহমেদ ও সাধারণ সম্পাদক রহিমা খাতুন এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে এবং প্রকৃত খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার জোর  দাবি জানান। এখন পর্যন্ত কোন হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হওয়ায় এসব ঘটনা একের পর এক ঘটেই চলেছে। তাই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসামীদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক বলে তাঁরা দাবি করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102