বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত আনন্দ র্যালিতে যুবলীগ নেতা শাহীন সরকারের ও মামুনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান।
র্যালিতে যোগ দিতে সকালে শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল করে শহীদ মিনারে উপস্থিত হন সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন সরকার ও যুবলীগ নেতা আশরাফউদ্দিন মামুন পাঠান। পরে রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে মিছিল না’গঞ্জ জেলা আওয়ামী লীগের ব্যানারে এড.আবু হাসমাত মো. শহীদ বাদলের নেতৃত্বে বিশাল র্যালিতে যোগদান করেন।
র্যালিটি বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে ২নং রেলগেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ওই এলাকা।
এক সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী দেশি-বিদেশি অপশক্তি এখনও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
১৯৪৯ সালের ২৩ জুন যে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, তাই এখন বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে সংগঠিত এই দলের নেতৃত্বে স্বাধীন হয় বাংলাদেশ।