শহরের বঙ্গবন্ধু সড়কের সাধু পৌল গির্জার পশ্চিম পাশে ‘হান্ডি মাটন’ নামে রেস্টুরেন্ট’র শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার (১৯জুন) সকালে দেশীয় ও ইন্ডিয়ান (হায়দ্রাবাদী বিরিয়ানি) রুচিসম্মত খাবারের আয়োজন নিয়ে রেস্টুরেন্টটি উদ্বোধন করা হয়।এ উপলক্ষে ফিতা কেটে, মিলাদ দোয়া ও তোবারক বিতরণ করা হয়।
ফিতা কেটে শুভ উদ্বোধন করেন নাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও বাংলাদেশ রেস্তোঁরা মালিক সমিতির নাঃগঞ্জ জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান মনির।ও বিশিষ্ট ব্যবসায়ী এম এ ওহাব।
এসময় আরো উপস্হিত ছিলেন বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুর রহমান,নাঃগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম উর জ্জামান সেলিম,হান্ডি মাটন স্বওাধীকারী মারুফ আহমেদ,ম্যানেজার বাবু সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মিলাদ দোয়া মোনাজাত পরিচালনা করেন বালুর মাঠস্হ নুর জামে মসজিদের ইমাম ও খতিব।