সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা চাইনা ছোট ছোট অবুঝ শিশুদের কথা শুনে আাপনি রাষ্ট্র পরিচালনা করেন : এড.টিপু কিশোর গ্যাং আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে – আবদুল জব্বার ফতুল্লার কাশীপুরে ব্যতিক্রমী আয়োজনে ব্যবসায়ীর মেয়ের বিয়ে নাগঞ্জ ৪ আসনে মাওলানা আবদুুল জব্বারের গণসংযোগ  তিন শক্তি মিলে এখন ক্ষমতা যাওয়ার খায়েশ জেগেছে : এড.সাখাওয়াত সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও স্থাপনা গুঁড়িয়ে দিল তিতাস বই পড়লে আত্মবিশ্বাস বাড়ে: জেলা প্রশাসক সোনারগাঁয়ে আগামীকাল শায়েখ আবু তাওয়ামা সংসদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরিচ্ছন্ন ও সুন্দর নারায়ণগঞ্জ গড়ার জন্য সাবেক কাউন্সিলর সাদরিলের আহবান জামায়াতের প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমদের বন্দর এলাকায় জনসংযোগ

শহীদ বাপ্পী’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৫৪০ 🪪

২০০১ সালের ১৬ জুন বোমা হামলায় নিহত শহর ছাত্রলীগের তৎকালীণ সভাপতি, শহীদ সাইদুল হাসান বাপ্পীর ২২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সারাদিন ব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ জুন)বাদ জোহর কাউন্সিলর মুন্নার বন্ধু মহল, মুসলিম নগর জামে মসজিদে কমিটি,শীতলক্ষ্যা দুর্বল সামাজিক সংঘ, শামসুল ও রানার বন্ধু মহলের বাদ এশা পলাশ এর মহল ও শহিদনগর এলাকাবাসীর উদ্যোগে মিলাদ, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।

বাদ জোহুর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তামাক পটি বাইতুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ আশরাফুল ইসলাম মুসলিম নগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাউসার আহমেদ,শীতলক্ষ্যা দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হোসেন তৈয়্যেবি। বাদ এশা দোয়া ও মোনাজাত করেন শহিদনগর বাইতুল জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফেজ কবির হোসেন।


এসময় উপস্থিত ছিলেন নাসিক ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, শহীদনগর পঞ্চায়েত কমিটির সভাপতি আনোয়ার হোসেন,দক্ষিণ নলুয়া পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব সাদেক হোসেন, হাজী নাসিম হোসেন, মসিমনগর জামে মসজিদের কমিটির সভাপতি হাজী রাশেদ নেওয়াজ বাচ্চু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু,মো আক্তার হোসেন, কাদির চৌধুরী টিটু,ইমাম হোসেন, কমল কুমার শেরওয়াগি, লিটন, বাবু,প্রণব, বজেস, সুজন অরুণ নন্টু, লিটন ২, দিলীপ, মিরাজ, গুপি, উত্তম,শহীদ বাপ্পীর ছোট ভাই রাজিবুল হাসান রানা, তাইফুল হাসান তান্নাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুমের রূহের মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে অতিথিবৃন্দসহ স্থানীয় মুরুব্বীগণ নেওয়াজ বিতরণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102