আলীরটেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তরুণ সমাজ সেবক মো. শহীন রাজু পবিত্র হজ পালনের জন্য সৌদি যাচ্ছেন।
জানা যায়, ১১ জুন রবিবার পবিত্র হজ্জ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন।তিনি। সৌদি আরবের উদ্দেশ্য রাতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
এক বিবৃতিতে শাহীন রাজু জানান, সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এবং এলাকাবাসীর সবার সাথে দেখা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে পবিত্র হজ্জ পালন শেষে সহি-সালামতে যেন দেশে ফিরে আসতে পারেন এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে পারেন সে জন্য সকলের দোয়া কামনা করেছেন।