বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২ পূর্বাহ্ন

আলীরটেক বাসীকে প্যানেল চেয়ারম্যান শাহীন রাজু’র ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সদর উপজেলাধীন আলীরটেক ইউনিয়নের সকল নাগরিককে ঈদুল ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলীরটেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তরুণ সমাজ সেবক শাহীন রাজু মেম্বার। আজ এক বার্তার মাধ্যমে এই শুভেচ্ছা জ্ঞাপন করেন তিনি।

ঈদের শুভেচ্ছা বার্তায় শাহীন রাজু মেম্বার বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলিম উম্মাহর দুয়ারে আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। মুসলমান সম্প্রদায়ের ঘরে ঘরে এখন তাই উৎসবের আমেজ।

তিনি বলেন, ঈদ শুধু আনন্দ উদযাপনেরই নয়, ঈদ হচ্ছে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ধনী-গরীবের পার্থক্য ভুলে যাওয়ার শিক্ষা দিয়ে ঈদ মানুষকে সৌহার্দ্যের পথ দেখায়। মানুষে মানুষে হিংসা ও হানাহানিকে দূর করে মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার কথা বলে ঈদ। পরিশেষে আমার আলীরটেক সহ নারায়ণগঞ্জ বাসীকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102