নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের ও সামাজিক সংগঠন আলোকিত বক্তাবলী’র সভাপতি, তরুণ সমাজ সেবক মোহাম্মদ নাজির হোসেন বক্তাবলী সহ নারায়ণগঞ্জ বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ডেইলি নারায়ণগঞ্জকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। রহমত,বরকত ও মাগফিরাতের মাস রমজান শেষে পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাতির জন্য আনন্দের। তাই তিনি পবিত্র এই দিনে সবাইকে নিয়ে মিলে মিশে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান।
তিনি আরও বলেন, ঈদ আমাদের জাতীয় জীবনে সংস্কৃতির দ্যোতক, আবহমান কাল থেকে শুভেচ্ছা ও আনন্দের আদান-প্রদানের মাধ্যম। পরিশেষে সবাই সুস্থ্য থাকুন, নিরাপদ থাকুন,ঈদ মোবারক।