উৎসবমুখর পরিবেশে নারায়াণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান – ২০২৪, অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ ই মার্চ ) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় গুণীজনদের মাঝে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান ফকির এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আব্দুল বারেক মোল্লা। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধলেশ্বরী তীরে’র সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রোটারিয়ান নুরুজ্জামান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম – সাধারণ সম্পাদ মোহাম্মদ আনোয়ার হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ, পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ নাজির হোসেন, লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এম এ মতিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি জয়নাল আবেদীন ফকির, সহ-সভাপতি ওমর ফারুক ফকির, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাসির সরদার, বিশিষ্ট সমাজসেবক এস এম রাশেদুল হক রাসেল সাবেক শিক্ষানুরাগী সদস্য আব্দুল আজিজ সহ প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক খাদিজা আক্তার, শাহনাজ আক্তার, তামান্না হোসেন, আমির ইবনে সিনহা, মিলন মিয়া, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য ও অভিভাবকবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরিশেষে বিজয়ী ক্রীড়া প্রতিযোগীদের মাঝে বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ করা হয়।