বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :

ফতুল্লায় হুশিয়ারি এন্ড গার্মেন্ট এর তালা ভেঙ্গে ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৬৫ 🪪

ফতুল্লায় কাশিপুর খিল মার্কেট এলাকায় হাই কোয়ালীটি হুশিয়ারি এন্ড গার্মেন্ট” প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে মেশিন-পত্র সহ ৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) গভীর রাত্রে ফতুল্লা থানাধীন কাশীপুর খিলমার্কেট এলাকায় সাকিনস্থ “হাই কোয়ালীটি হুশিয়ারি এন্ড গার্মেন্ট” প্রতিষ্ঠানের এই চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাকিনস্থ “হাই কোয়ালীটি হুশিয়ারি এন্ড গার্মেন্ট” প্রতিষ্ঠানের মালিক মোঃ শফিকুল ইসলাম ২৭ ফেব্রুয়ারি বেলা আনুমানিক ১২টার সময় তাহার উক্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের ছুটি দিয়া প্রতিষ্ঠান তালা বন্ধ করিয়া যায়।

পরবর্তীতে অদ্য ২৯ ফেব্রুয়ারি বেলা আনুমানিক ১১টার সময় উক্ত প্রতিষ্ঠানের পাশ্ববর্তি প্রতিষ্ঠানের মালিক বাসেদ প্রতিষ্ঠানটির মেইন গেইটে তালা লাগানো নাই এবং তলা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক মোঃ শফিকুল ইসলাম কে জানালে তাৎক্ষনিক উক্ত প্রতিষ্ঠানে মালিকসহ আশেপাশে লোকজন প্রতিষ্ঠানে প্রবেশ করার পর দেখতে পায় প্রতিষ্ঠানে লাগানো ছয়টি তালা ভাঙ্গা অবস্থায় এবং প্রতিষ্ঠানে থাকা ৫টি প্লেন মেশিন , ২টি লক মেশিন,৩টি ওভার লক মেশিন, ৫টি ফ্যান, ১টি কাটি মেশিন, ১টি চেয়ার, ০৭ বস্তা প্রস্তুকৃত মালামাল নাই । যা চুরি করিয়া নিয়ে গেছে। যাহার আনুমানিক মূল্য ৫লক্ষ টাকা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান
ফ্যাক্টরি আশেপাশে সিসিকেমেরা না থাকাতে আমরা চোরকে তাৎক্ষণিক সনাক্ত করতে পারছি না। এ বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত আছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102