শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের ২০২৫-২০২৬ সেশনের আমীরের শপথ সম্পন্ন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের ২০২৫-২০২৬ সেশনের আমীরের শপথ সম্পন্ন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাখাওয়াত-টিপুর নেতৃত্বে ঢাকায় র‌্যালিতে মহানগর বিএনপির শোডাউন ঢাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালিতে সাবেক কাউন্সিলর সাদরিলের নেতৃত্বে শোডাউন জাপা নেতা নাদিম আর নেই, মহানগর  জাতীয় পার্টির  শোক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সাইবার ইউজার দলের শহীদ জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও ডকুমেন্টারি প্রদর্শনী না’গঞ্জে বকেয়া বেতনের দাবীতে রাসেল গার্মেন্টস’র শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ সাংবাদিকতা মহান পেশা, এই পেশায় খারাপ মানুষ কীভাবে আসে- মুহাম্মদ গিয়াসউদ্দিন ৭ই নভেম্বর শহিদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিলো — এ্যাড, টিপু 

রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৭ 🪪

উৎসবমুখর পরিবেশে নারায়াণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারী ) বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষাক্ষেত্রে অবদান রাখায় গুণীজনদের মাঝে সম্মাননা  ক্রেষ্ট প্রদান করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও  মো. নজরুল ইসলাম মাসৃটারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি হাজী মো.মজিবুর মাদবর, বিদ্যালয়ের দাতা সদস্য ও সহ- সভাপতি মুফতি মুহাম্নাদ মোখতার হোসাইন, সাবেক সহ- সভাপতি মো. লোকমান হোসেন, সদস্য মো. আক্তার হোসেন, সমাজ সেবক সানাউল্লাহ সাবেক সভাপতি মো.মনির হোসেন, পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ নাজির হোসেন, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক মাহমুদ,   দফতর সম্পাদক ইফতেখার জামান শাহীন, লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি  এম এ মতিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রোটারিয়ান নুরুজ্জামান জিকু, বক্তাবলী ওয়েলফেয়ার ট্রাষ্ট অ্যাসোসিয়েশনে সহ সভাপতি মো. সৈয়দ হোসেন,মো. জাহাঙ্গীর হোসেন সহ প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনামিকা সাবাতানি,সহকারী শিক্ষক ইসরাত জাহান, শায়লা আক্তার, আব্দুল্লাহ আল মাসউদ ও অভিভাবকবৃন্দ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরিশেষে বিজয়ী ক্রীড়া প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102