মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে কোনো জনপ্রতিনিধি না থাকায় সাধারণ মানুষ প্রশাসনের উপর নির্ভরশীল ফতুল্লায় ১২ দফা দাবিতে আরএন নীট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ জাতীয়তাবাদী প্রজন্ম দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে না’গঞ্জ নেতাদের শ্রদ্ধা আরপিএসইউতে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে সদর থানা যুবদলের শীতবস্ত্র বিতরণ নির্বাচনি প্রচারনায় ভোটারদের দোয়া ও ভোট চাইলেন – আবুল বাশার বাসেত  বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যেগে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালন জিয়ার জন্ম নাহলে খালেদা জিয়ার মতো আদর্শ নেত্রী পেতাম না – এ্যাড, টিপু  সাবেক বিএনপি নেতা নুরুল ইসলাম সরদারের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত মাস্টার টেক্সটাইল চালু ও পাওনা পরিশোধের দাবি শ্রমিকদের

বণার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯৯ ব্যাচের রজতজয়ন্তী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৭ 🪪

বণার্ঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ের শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি’৯৯ ব্যাচের রজতজয়ন্তী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপি বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে এ আয়োজন সুষ্ঠভাবে সম্পন্ন হয়।

এ উপলক্ষে ইভেন্টের মধ্যে ছিল- ক্রীড়া প্রতিযোগিতা, উপহার সামগ্রী বিতরণ, মোনাজাত, স্মৃতিচারণ, ব্যাচের জনপ্রতিনিধিদের সংবর্ধনা, র‍্যাফেল ড্র, আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভূতি।

এদিন সকাল ১০টায় সকাল থেকে বিদ্যালয়ের মাঠে ৯৯’ব্যাচের বন্ধুরা স্ব-পরিবারে জমায়েত হতে থাকে। এসময় তাঁদের মাঝে লাল রঙের টি-শার্ট, টিকেট ও কূপন বুঝিয়ে দেয়া হয়।

মো.জিল্লুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় ও মো. ইয়ানবীর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ মিলনমেলার আয়োজন। সকাল ১১ টায় ব্যাচের বন্ধু ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগীতা পরিচালনায় ছিলেন, মো.মনির হোসেন, মো.মোর্শেদ ও মো.নোবেল।আপ্যায়নে ছিলেন, মো.জামান,মো.নাসির উদ্দিন। র‍্যাফেল ড্র পরিচালনা করেন মো.রাসেল ও হায়দার। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন,মো.মিজানুর রহমান,জেসমিন আাক্তার আঁখী প্রমুখ। এ সময় স্কুলের পরিচালনা পর্ষদ ও শিক্ষকসহ গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ৯৯ ব্যাচ।

এ মিলনমেলার সমন্বয়ক মো.জিল্লুর রহমান জানান, আজ পঁচিশ বছর হলো এসএসসি’৯৯ ব্যাচের  মিলনমেলার। বন্ধু-বান্ধবী ও তাদের পরিবারের সদস্যদের স্বতস্ফূর্ত অংশগ্রহন এবং সার্বিক সহযোগিতায় আজকের মিলনমেলা একটি প্রাণের উৎসবে পরিণত হয়েছে। এদিন বন্ধুরা ফিরে যায় সেই সোনালী অতীতের স্কুল জীবনে। সবাই মেতে ওঠে আড্ডা, গল্প ও খুনসুটিতে। স্মৃতিচারণে ওঠে আসে তাদের অতীতের নানা ঘটনা। এভাবে আনন্দ, আবেগ ও উচ্ছ্বাসে কেটে যায় মিললমেলার সারাদিন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102