নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়ন এর পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষাথীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার ( ১১ ফেব্রুয়ারী ) সকালে স্কুলের অডিটোরিয়ামে এস এস সি পরীক্ষার্থীদের এ বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ নাজির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, ছাত্রনেতা এ এস এম শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু।
প্রধান শিক্ষক আমজাদ হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় ও শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মো.আজগর আলী,দাতা সদস্য মোহাম্মদ নাজির হোসেন, অভিভাবক সদস্য মো.আবুল বাদশা,আবু তাহের জাহাঙ্গীর, বিদ্যোৎসাহী এডভোকেট দিদার হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য জেসমিন আক্তার, শিক্ষক প্রতিনিধিগণ তাপস কুমার মন্ডল ও মো. জাহাঙ্গীর হোসেন, সংরক্ষিত মহিলা শিক্ষিকা জেসমিন আরা জুই।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, মো.ফাহিম আলী, মো.আমিরুল ইসলাম, তাপস কুমার মন্ডল, মো. সামছুল হক,মো. বিলাল হোসেন,শাহনাজ পারভীন,সাইফুল্লাহ লিটন,মো.হোসাইন পাটুয়ারী, সানজিদা সুলতানা, অনুকূল রায়,মো. জয়নব আরা,রাশেদুল ইসলাম, আলোকিত বক্তাবলী’র সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলনসহ অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা। পরিশেষে বিদায়ী ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।