ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক প্রয়াত জননেতা মফিজুল ইসলাম ১০ তম মৃত্যু বার্ষিকি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
রবিবার (১১ই ফেব্রুয়ারী) বাদ আসর ডিগবাবু বাজারে নিজ মার্কেটে তার পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিলর আয়োজন করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন প্রয়াত নেতা মফিজুল ইসলামের সন্তান মাহফুজুল ইসলাম রানা, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাহবুবুল ইসলাম রাজন, আওয়ামী লীগ নেতা মোঃ শাহজাহান মিয়া, মাহবুব ইসলাম ইমন, মোঃ আজহার হোসেন, মাহফুজর রহমান সহ জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রয়াত নেতা মফিজুল ইসলাম সহ সকল মৃত্যু ব্যাক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন ফকিরতোলা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ হাসান মুরাদ। এর পরে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরন করা হয়।