দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে এ কে এম শামীম ওসমান পূণরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ফুলের নৌকা উপহার দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবু তাহের রানা।
বুধবার (১৭ জানুয়ারী) বিকেলে জালকুড়ি নম পার্কে ফতুল্লা থানা আওয়ামী লীগ ও স্থানীয় নেতা-কর্মীদের সাথে নির্বাচনোত্তর পুণর্মিলনী অনুষ্ঠান শেষে নেতাকর্মী নিয়ে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় এডভোকেট আবু তাহের রানা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এবার ভোট প্রদান করেছে। তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পেরেছে। তাই আমাদের প্রত্যাশা আলহাজ্ব এ. কে. এম. শামীম ওসমান’র নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে আওয়ামীলীগের সকল নেতা-কর্মীবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করবো।