শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁয়ে প্রতিবাদ সভা ও খাদ্য সামগ্রী বিতরণ  যারা অরাজকতা করবে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ -জুয়েল হোসেন গনতান্ত্রিক আন্দোলন এর নামে শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় আমরা প্রতিহত করবো -এ্যাড, দ্বীপু  কোটা সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে  আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত  আমি বাঙালি হয়েও পাক হানাদার ও রাজাকারদের তান্ডব দেখেছি – এ্যাড, খোকন    হাসপাতালে ভর্তি শামীম ওসমান নিহত মেধাবী ছাত্র সাঈদ এর হত্যার বিচার করতে হবে – হাফিজুল ইসলাম  নগরীতে কোটা সংস্কারের নামে নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল  আদালতে আনা হয়নি   জাকির খান কে, নগরীতে  বিক্ষোভ 

কে কোন দল করেন সেটা মুখ্য বিষয় না -সেলিম ওসমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯৯ 🪪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাতীয় পার্টি মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর) রাতে গলাচিপা রেললাইন সংলগ্ন এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ – ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ কে এম সেলিম ওসমান বলেন, আমার বেঁচে থাকার কথা ছিলোনা। পত্রিকার মাধ্যমে জানতে পেরে সাধারণ জনগণ আমার জন্য দোয়া করেছে বিধায় আমি পূণরায় আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। আমার একটাই ইচ্ছা, সকলকে সাথে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়ন করবো। কে কোন দল করেন সেটা মূখ্য বিষয় নয়, কিন্তু নারায়ণগঞ্জ – ৪ ও ৫ আসনে কোন অশান্তি চাই না। সকলের কাছে অনুরোধ করবো আমাকে ভোট দিন আর নাই দিন দয়া করে ৭ তারিখ সকালে কেন্দ্রে গিয়ে আপনার ভোট প্রদান করবেন। কারন ভোট আপনার পবিত্র আমানত, এটাকে নষ্ট করবেন না।
তিনি আরও বলেন, একটা সময় ছিলো যখন দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করতে হয়েছে কিন্তু এখন আর সেটা নেই, এখন দেশের উন্নয়ন করতে হবে। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই দেশের উন্নয়নের সমান অংশিদার। গত সাড়ে নয় বছর আমি যে সকল কাজ করেছি তাতে আমার সাথে সকলেই ছিলো এমনকি বিএনপির অনেকেও আমার সাথে কাজ করেছে। সাধারণ মানুষ শান্তি চায়, দেশের উন্নয়ন চায়।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক এ্যাড, আবু হাসনাত মোঃ শহীদ বাদল, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এম.এ রাসেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মাহমুদা মালা, পিপি এ্যাড. বুলবুল আহমেদ, মহিলা নেত্রী ইসরাত জাহান স্মৃতি প্রমুখ। এছাড়াও আরও উপস্হিত ছিলেন আইনজীবী জেসমিন আহমেদ, মুক্তা, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোঃ মোদ্দাছেরুল হক দুলাল, ১৩নং- ওয়ার্ডের আহবায়ক আবু সাঈদ চৌধুরী, যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম বাবু, শেখ মনির হোসেন, মোঃ রহমত উল্লাহ,
সদস্যসচিব মতিউর রহমান মুক্তি, সদস্য আরিফ হোসেন সহিদ, মোজাম্মেল হোসেন লিটন, মোঃ রাজা হোসেন, মোঃ হানিফ মিয়া, আনোয়ার হোসেন আনু, সেলিম মিয়া, যুবলীগ নেতা মোঃ ইকবাল হোসেন, সহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102