আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২১ডিসেম্বর) রাতে উত্তর নরসিংহপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে একে এম শামীম ওসমানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কাগিপুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামীম আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন। আসনের এমপি এ কে এম শামীম ওসমান।
বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম সাইফ উল্লাহ বাদল সাধারণ সম্পাদক শওকত আলী,কাশিপুর আওয়ামী লীগের সভাপতি হাজী আইয়ুব আলী,সাধারণ সম্পাদক এম এ সাওার,ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন,৩ নং ওয়ার্ড আওয়ামীগ সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমূখ।