মাদারীপুরের শিবচরের মাদবরচর ইউনিয়নের কাওরাকান্দি ঘাট থেকে TATA কোম্পানির সবুজ-হলুদ রঙের একটি ট্রাক চুরিয়ে হয়েছে। ট্রাকের রেজি: নাম্বার:- ঢাকা মেট্রো ট-১৮-৩৪৯০।
এ ঘটনায় শিবচর থানায় অজ্ঞাতনামা চোরের প্রতি অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি দায়ের করেছে ট্রাকের মালিক আশরাফ বেপারী।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ ডিসেম্বর সকালে ট্রাকটির চালক মীর জাহিদ উক্ত এলাকায় ট্রাকটি রেখে গেলে তার পরদিন ১৫ ডিসেম্বর থেকে আর ট্রাকটি সেখানে খুজে পাননি।
৭ টনের এই ট্রাকটির মূল্য প্রায় ১২,০০,০০০ টাকা। ট্রাকটির সন্ধানে বিভিন্ন জায়গায় খোজ চলমান রেখেছে পুলিশ।
ট্রাকটির সন্ধান পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে ভুক্তভোগী আশরাফ বেপারী।