মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধান্জালী জানালো নারায়নগন্জ জেলা কমিটির এডাব এর নেতৃবৃন্দ।
শনিবার ( ১৬ই ডিসেম্বর) সকালে নগরীর চাষারায় বিজয় স্তম্ভে এ কর্মসূচী পালন করে সংগঠনের আয়োজনে।
এসময় উপস্হিত ছিলেন সংগঠন এর সভাপতি এস এম আরিফ মিহির, সাধারণ সম্পাদক প্রদিপ কুমার দাস সহ প্রমীখ।