বক্তাবলী’র রাধানগরে হযরত শাহ্ সোলেমান ( রহ:) লেংটার ১৯৫তম পবিত্র ওরশ মোবারক উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৮ ডিসেম্বর ) বাদ এশা নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের রাধানগরে হযরত সোলেমান ( রহ:) লেংটা বাবার ওরশ মোবারক উপলক্ষে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় হযরত সোলেমান ( রহ:) লেংটার বংশধর ওলির আওলাদ মো. দিদার হোসেন বলেন, বিগত বছরগুলোর মতো এবারই প্রথম ওরশে মাহফিলকে সম্পূর্ণভাবে মাদকমুক্ত রাখা হয়েছে। আমাদের এই ধরনের প্রস্তুতিতে প্রশাসন সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাছাড়া ওরশ কমিটির পক্ষ থেকে সতর্কতার সহিত তদারকি ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। আজ মিলাদ ও দোয়ায় মধ্যোদিয়ে ৫ দিনব্যাপী এই পবিত্র ওরশ মোবারক শুরু হলো।
প্রতি বছরের ন্যায় এবারও ৫দিন ব্যাপী শুরু হয়েছে হযরত শাহ্ সোলেমান লেংটা পাগলের ওরশ মোবারক ও মেলা। আজ থেকে শুরু হয়ে আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত চলবে এ মেলা। এবার পালিত হচ্ছে শাহ্ সোলেমান লেংটার ১৯৫তম ওরশ শরীফ ও মেলা। মেলায় প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম ঘটে।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মোহাম্মদ খোকা লেংটা।