শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে ৯ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যা নাকি অন্য কিছু দ্বিতীয় দিনেও সার্ভেয়ারদের কর্মবিরতি, দাবি না মানলে লাগাতার কর্মসূচির ঘোষণা ৫০ উর্ধ্ব কফি হাউজ সমাজসেবা সংস্থা’র উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত আনন্দধামের উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হিন্দু সম্প্রদায়ের ভাইদের কথা আমার খুব ভালো লেগেছে : গিয়াসউদ্দিন ফতুল্লার কাশীপুরের সুরুজ হত্যা মামলার প্রধান আসামী সাল্লু জনতার গন পিটুনীর পর গ্রেফতার ৷ জেলা ও মহানগর বিএনপির সাথে পূজা উৎযাপন পরিষদের যৌথ মতবিনিময় সভা  মানবতার প্রয়োজনে পাশে থাকবে স্মাইল : সাবেক কাউন্সিলর সাদরিল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এইচ মামুন ইন্তেকাল করেছেন বিগত সময় সকল বিভাগেই স্বৈরাচারের দোসর ছিল : গিয়াসউদ্দিন

রাধানগরে হযরত শাহ্ সোলেমান ( রহ:) লেংটার ১৯৫তম ওরশ মোবারক উপলক্ষে মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৩ 🪪

বক্তাবলী’র রাধানগরে হযরত শাহ্ সোলেমান ( রহ:) লেংটার ১৯৫তম পবিত্র ওরশ মোবারক উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৮ ডিসেম্বর ) বাদ এশা নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের রাধানগরে হযরত সোলেমান ( রহ:) লেংটা বাবার ওরশ মোবারক উপলক্ষে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় হযরত সোলেমান ( রহ:) লেংটার বংশধর ওলির আওলাদ মো. দিদার হোসেন বলেন, বিগত বছরগুলোর মতো এবারই প্রথম ওরশে মাহফিলকে সম্পূর্ণভাবে মাদকমুক্ত রাখা হয়েছে। আমাদের এই ধরনের প্রস্তুতিতে প্রশাসন সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাছাড়া ওরশ কমিটির পক্ষ থেকে সতর্কতার সহিত তদারকি ও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। আজ মিলাদ ও দোয়ায় মধ্যোদিয়ে ৫ দিনব্যাপী এই পবিত্র ওরশ মোবারক শুরু হলো।

প্রতি বছরের ন্যায় এবারও ৫দিন ব্যাপী শুরু হয়েছে হযরত শাহ্ সোলেমান লেংটা পাগলের ওরশ মোবারক ও মেলা। আজ থেকে শুরু হয়ে আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত চলবে এ মেলা। এবার পালিত হচ্ছে শাহ্ সোলেমান লেংটার ১৯৫তম ওরশ শরীফ ও মেলা। মেলায় প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম ঘটে।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন মোহাম্মদ খোকা লেংটা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102