বক্তাবলী পরগনার গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া হয়েছে।
বুধবার ২৯ নভেম্বর সকালে বক্তাবলি পরগনার মুক্তি যুদ্ধের সময় গন হত্যায় ১৩৯ জন শহীদ স্মরনে বক্তাবলী পরগনার ফরাজি আন্দোলন এর আয়োজনে ৷ সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা , মুক্তি যুদ্ধের স্মৃতি চারন ও শহীদ স্মরনে দোয়ার করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ময়ালী প্রধান আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন ৷
সভায় বক্তব্য রাখেন সাহাদাত হোসেন , জয়নাল আবেদীন , বাচ্চু মেম্বার , মোক্তার মাহমুদ , জাহাঙ্গীর হোসেন , কাদির মিয়া , আওলাদ হোসন , মান্নান মেম্বার ও মাওলানা ফেরদৌস ৷
অনুষ্ঠানে শহীদ স্মরনে দোয়া মোনাজাত পরিচালনা করেন বক্তাবলি ফরায়জি আন্দোলনের উপদেষ্টা আতাউল হক সরকার ৷ মহতী এই অনুষ্ঠানে আমন্রিত অতিথি বৃন্দের পাশা পাশি স্থানীয় আরো অনেক গন্য মান্য ব্যাক্তি গন উপস্থিত ছিলেন ৷ অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরন করা হয়।