নারায়ণগঞ্জের জাতীয় পার্টির হাজার খানেক নেতাকর্মীদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান।
সোমবার (১৩ই নভেম্বর) রাতে ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকায় রফতানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠান উইজডম এ্যাটায়ার্স লিমিটেড ৩য় তলায় এ বৈঠক করা হয়।
একই সাথে সেই সময় নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনের বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন সহ জাতীয় পার্টির সহস্রাধিক জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।