ক্ষণে ক্ষণে উলুধ্বনি, শঙ্খ কাঁসা আর ঢাকের বাদ্যর সঙ্গে সঙ্গে ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের পূর্ব চরগড়কূল ( ডাক্তার বাড়ি) সার্বজনীন শ্রী শ্রী দূর্গা ও রক্ষা কালী মন্দিরে জমে উঠেছে শারদীয় দুর্গা পূজা উৎসব।
রবিবার ( ২২ অক্টেবর) অস্টমীতে হয়ে গেল নানা আনুষ্ঠানিকতা। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধুপ ও দীপ দিয়ে পূজা করে ভক্তরা।
আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো মন্দির এলাকা। চর গড়কূল গ্রামটি এখন উৎসব মুখর।পূজা উদযাপন পরিষদের সভাপতি দয়াময় হালদার ও সাধারন সম্পাদক কৃষ্ণ মন্ডল জানায়,আমাদের মন্দিরের জায়গাটি ওয়াকফ সম্পত্তি।এখানকার স্থানীয় হিন্দু সম্প্রাদায় দাবি সরকারী অনুদান পেলে মন্দিরটি বড় ও আধুনিক করা যাবে। সার্বক্ষনিক একজন ঠাকুর নিযুক্ত করার প্রয়োজন হয়ে উঠেছে। তারা আরো জানান, গ্রামটি অসাম্প্রদায়িক হওয়ায় প্রতিবছর উৎসব গুলোতে সকল ধর্মের লোকজনের উপস্থিতি ভালো।
মন্দির ও পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক পলাশ হালদার বলেন, উৎসবে সকল ধর্মের মানুষ সামিল হয়েছে। প্রতিদিন আমাদের মন্ডপে ভক্তরা আসছেন। মন্ডপের প্রতিমা ও আলোক সজ্জায় এ বছর নতুনত্ব আনা হয়েছে। তাছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো ইতোমধ্যে দূর্গা মন্ডপ ঘিরে আনসার,ভিডিপি, পুলিশের মোবাইল টিম, গোয়েন্দা নজরদারিও সন্তুষ্টজনক।
উল্লেখ্য,আগামী মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আনন্দঘন পর্ব এ দুর্গোৎসবের।