‘শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের পূর্ব চরগড়কূল উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর ) সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে শিক্ষক ও ছাত্রছাত্রীদের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ নাজির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাজির হোসেন বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থাকে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিন দেশে বঙ্গবন্ধুর স্বপ্নের শিক্ষাব্যবস্থা চালু করতে নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন, শিক্ষা ও সাংস্কৃতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা মূল্যহীন। সেই উপলব্ধিতে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,সহকারী প্রধান শিক্ষক নাসরিন আক্তার, মো.ফাহিম আলী, মো.আমিরুল ইসলাম, জেসমিন আরা জুইঁ, তাপস কুমার মন্ডল, মো.জাহাঙ্গীর হোসেন, মো. সামছুল হক,মো. বিলাল হোসেন,শাহনাজ পারভীন,হোসাইন পাটুয়ারী, সানজিদা সুলতানা, অনুকূল রায়,মো. জয়নব আরা,রাশেদুল ইসলাম,সাইফুল্লা লিটন সহ শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
উল্ল্যেখ্য,১৯৯৫ সাল থেকে প্রতি বছরের ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। ইউনেস্কোর মতে, শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়।