মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে কোনো জনপ্রতিনিধি না থাকায় সাধারণ মানুষ প্রশাসনের উপর নির্ভরশীল ফতুল্লায় ১২ দফা দাবিতে আরএন নীট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ জাতীয়তাবাদী প্রজন্ম দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়ার মাজারে না’গঞ্জ নেতাদের শ্রদ্ধা আরপিএসইউতে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে সদর থানা যুবদলের শীতবস্ত্র বিতরণ নির্বাচনি প্রচারনায় ভোটারদের দোয়া ও ভোট চাইলেন – আবুল বাশার বাসেত  বিএনপি নেতা এস. আলম রাজীবের উদ্যেগে শহীদ জিয়ার জন্মবার্ষিকী পালন জিয়ার জন্ম নাহলে খালেদা জিয়ার মতো আদর্শ নেত্রী পেতাম না – এ্যাড, টিপু  সাবেক বিএনপি নেতা নুরুল ইসলাম সরদারের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত মাস্টার টেক্সটাইল চালু ও পাওনা পরিশোধের দাবি শ্রমিকদের

জাল সার্টিফিকেট নিয়ে চাকুরী করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে

ডেইলি নারায়ণগঞ্জ
  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৯ 🪪

বি এড পরীক্ষার জাল সার্টিফিকেট নিয়ে চাকুরী করার অভিযোগ উঠেছে বৈদ্যেরবাজার এন,এ,এম পাইলট উচ্ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
বিএড পরীক্ষার সার্টিফিকেট জাল করার অভিযোগে ফেঁসে যাচ্ছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার এন,এ,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা শিক্ষা অফিসার মোঃ ইউনুস ফারুকী প্রধান শিক্ষক কামাল হোসেনের সার্টিফিকেট জাল সংক্রান্ত অভিযোগের তদন্ত করতে এসে তার মূল সার্টিফিকেটের ফটোকপি নিয়ে যাওয়ার সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বৈদ্যেরবাজার এন,এ,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি বিশ্বস্ত সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক কামাল হোসেন সাত বছর আগে ২০১৭ সালের ৩০ জানুয়ারী এ স্কুলে যোগ দান করেন। চাকুরিতে যোগদানের পর দুই বছর তিনি এমপিও ভুক্ত হননি। পরে অনেক দৌড়-ঝাঁপ করে টাকা-পয়সা খরচের পর এমপিও ভুক্ত হয়েছেন।
যোগদানের পর থেকেই তার বিএড সার্টিফিকেট ভুয়া এমন অভিযোগ স্কুল পরিচালনা কমিটিসহ উপজেলা শিক্ষা অফিস ও সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দেওয়া হয়েছিল। এমনকি এ সংক্রান্ত সংবাদও প্রকাশ করা হয় স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে। কিন্তু তাতে কোন কাজ না হওয়ায় একই অভিযোগ গত নয় মাস আগে দেওয়া হয় জেলা শিক্ষা অফিসে। তাতেও কাজ না হওয়ায় জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়া হয়। সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে মাহমুদুল হক যোগদানের পর নয় মাস আগে দেওয়া বৈদ্যেরবাজার এন,এ,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের বিএড সার্টিফিকেট সংক্রান্ত অভিযোগটি তার নজরে আসে। পরে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্যে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইউনুস ফারুকী আদিষ্ট হলে শুরু হয় তদন্ত। তারই অংশ হিসেবে মঙ্গলবার জেলা শিক্ষা অফিসার (কর্মকর্তা) মো. ইউনুস ফারুকীর নেতৃত্বে সকালের দিকে একটি তদন্ত দল বৈদ্যেরবাজার এন,এ,এম পাইলট উচ্চ বিদ্যালয়ে আসেন।

প্রধান শিক্ষকের কার্যালয় কক্ষে প্রায় দেড় ঘন্টা অবস্থান করে এ বিষয়ে বিভিন্ন আলোচনা করেন। সবশেষ তার বিএড পরীক্ষার মুল সার্টিফিকেট এর ফটোকপি সংগ্রহ করে সাথে নিয়ে যান জেলা শিক্ষা কর্মকর্তা। সূত্রটি জানায়, সার্টিফিকেট নিয়ে জেলা শিক্ষা কর্মকর্তা চলে যাওয়ার সময় প্রধান শিক্ষক তার সনদটি সঠিক দাবি করেন। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা ইউনুস ফারুকী বলেন, সার্টিফিকেট সঠিক হলে বেঁচে গেলেন না হয় ফেঁসে গেলেন। জাল হলে দেশে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
কথা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার কাজল চন্দ্র পাল’র সাথে। জেলা শিক্ষা অফিস থেকে কোন কর্মকর্তা আজ সোনারগাঁয়ের কোন স্কুলে এসেছেন কি-না তার জানা নেই বলে জানান। আর এসেও যদি থাকেন তাহলে উপজেলা মাধ্যমিক কার্যালয়ে কিছু জানানো হয়নি বলে জানান।

জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইউনুস ফারুকীর মোবাইলে যোগাযোগ করা হলে তিনি গাড়ি চালাচ্ছেন বলে জানান এবং পরে কথা বলবেন। পরবর্তীতে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, বৈদ্যেরবাজার এন,এ,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন যোগদানের সময় ‘দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে পাস করা বিএড পরীক্ষার সনদ জমা দেন। অথচ সনদ বিক্রিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে আদালতের আদেশে ২০১৬ সালে “দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে পাস করা সকল সনদ অবৈধ ঘোষণা করেছিল সরকার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102