ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএর নবনির্মিত বহুতল ভবনের উদ্ধোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিকেএমইএর হলরুমে নবনির্মিত ভবনের উদ্ধোধন অনুষ্ঠান বিকেএমইএর সভাপতি সংসদ সদস্য একেএম সেলিম ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়নগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, এফবিআইসিসির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আলী, বিকেএমইএর সহ সভাপতি মোহাম্মদ হাতেম,আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট,বস্তা ও প্লাস্টিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।