শনিবার (২ সেপ্টেম্বর) বাদ আছর নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আনন্দমুখর পরিবেশে সার্টিফিকেট প্রদান করা হয়।
ও-ই সংস্থাটির প্রধান নির্বাহী ও দৈনিক আলোরতরী পত্রিকার সম্পাদক মিকাঈল ইসলাম রাজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সফল প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমান’র সহধর্মিণী ও জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান এস. এম. মোরশেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব খন্দকার মাসুদুর রহমান দিপু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও সরকারী কলেজের প্রভাষক সোহেল রানা, কে. এম. মহিবুল ইসলাম মন্টু, এসোসিয়েটস্ এর সিইও রাশিদুল ইসলাম সাজিন, সিনিয়র সাংবাদিক ও কবি ইঞ্জিনিয়ার ইয়াদী মাহমুদ, আলোরতরী ফাউন্ডেশনের পরিচালক মঈন মাহমুদ, আবুল কালাম আজাদ, মাহফুজ আহমেদ রমজান।
পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে অতিথিবৃন্দের আলোচনা, অতিথিদের সম্মাননা স্মারক প্রদান ও প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।